বাড়িতে কেউ নেই আমরা শুধু দুজন এবং অন্যান্য

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ০৮:১০ এএম, ১৩ মে ২০২৪

কেউ বলতে পারেন, উৎসব কী?
তুমি থাকা মানেই তো প্রতিদিন উৎসব
তুমিই আমার সার্বজনীন উৎসব।

আমি পালিয়ে যাবো—
তোমার ভালোবাসার বসন্তে
তোমার বসন্তঠোঁটে মিষ্টি চুমু দেবো এঁকে
আমি হারিয়ে যেতে চাই তোমার শীত-আলিঙ্গনে—
উষ্ণ-আলিঙ্গনে;
আমি রোমিও হয়ে তোমার সঙ্গে পালাতে চাই
চন্দ্রভরা মধ্যরাতের ফাঁকা রাস্তায়।

আজ খুব ঠান্ডা কিন্তু আর্দ্রতা নেই
বাড়িতে কেউ নেই, শুধু আমরা দুজনই
সুখে পরিপূর্ণ, তুলনাহীন
সুস্বাদু—নতুন স্বাদে, নতুন গন্ধ, হাসি, স্মৃতি ঝলমলে
চা দিয়ে পরোটার উদযাপন
মাঝেমধ্যে ভয় এসে কড়া নেড়ে যায়
বাড়িতে কেউ নেই, শুধু আমরা দুজন
সুস্বাদু—চা দিয়ে পরোটার উদযাপন।

বাড়িতে কেউ নেই আমরা শুধু দুজন
চাঁদের পুরো রাজত্ব, সূর্য জানে না
আমাদের অনেক পথ হেঁটে যেতে হবে
আমাদের জন্য অধীর অপেক্ষায় উত্তরাধিকার।

দরজায় ধাক্কা দিয়ো না এখন
বাড়িতে কেউ নেই, শুধু আমরা দুজন
শীত খুব কিন্তু আর্দ্রতা নেই
নতুন স্বাদের গন্ধ চাঁদের আয়োজনে মধুময়!
একে অপরের আত্মায় হারিয়ে যাক—
আমাদের হাতের সম্মিলনে তৈরি হোক বিশাল মানববন্ধন
অনুকরণ করুক বিশ্বমানব!

****

শিকার

সৈকতে হাঁটছি। মিষ্টি বাতাসে স্বর্গের গন্ধ।
ঘ্রাণ শুঁকে শুঁকে আনন্দের অভিযানে
অনেকের মধ্যে আমি একজন।

বুক খুলে সাগরের বাতাসে
অনিমেষ, উন্মাতাল আমরা
বিস্তীর্ণ আকাশের নিচে, উদার সাগরের পরশে
চোখ বুজে স্বর্গের পথ খুঁজছি।
হঠাৎ ঈগলের মতো ঝাঁপিয়ে পড়লে আমার ওপর।

ক্ষমা কি করতে পারব?—আমি যে মানুষ
তুমি যে ঈগল!
তুমি আমার আত্মাকে পাঠিয়ে দিলে ঠিকই ওপারে।

****

নতুন যাত্রা

আমরা গেছি—শীত পেরিয়ে বসন্তে
বসন্ত পেরিয়ে গ্রীষ্মকালে
তারপর গ্রীষ্ম পেরিয়ে এলাম বর্ষায়
নব উল্লাসে—সৃষ্টির আনন্দে।

বিরূপ—শান্তি—অঙ্কুর...
জোয়ার—ভাঙন—সবুজ...
এখনো যাচ্ছি—যাচ্ছি—যাচ্ছি
যাচ্ছি সৃষ্টির নতুন যাত্রার প্রোতাশ্রয়ে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।