ওয়ালিদ জামান

এতটা কাল পরে এবং কথাবন্ধু

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৪ মে ২০২৪

এতটা কাল পরে

তুইহীনা মোর একলা আকাশ পাহাড়সম শোক
বানের মতো উপচে ওঠে অশ্রু শীতল চোখ
মন খারাপের দুপুর ফুরায় দহন থাকে বুকে
আর কতকাল এমন ব্যথা রাখবো আমি রুখে!

তুইহীনা মোর রাতের আকাশ, আঁধার মাঝে ঢাকা
জোনাক জ্বলা পুকুর ঘাটে একলা বসে থাকা
রাত পেরিয়ে সকাল এলে চোখ হয়ে যায় ভার
এমন কোন সাঁঝবেলাতে তুই ছিলি আমার!

তুইহীনা মোর বৃষ্টি নামে সবুজ ধানের মাঠে
বায়না ধরে হয় না যাওয়া, সাগর দীঘির হাটে
হয় না কেনা পায়ের নুপূর, হাতের চুরি বালা
হয় না গাঁথা সুই সুতোতে বকুল ফুলের মালা!

তোর কি এখন কাটে এমন দুপুর-সন্ধ্যা-রাত
স্মৃতির ক্ষত তাড়িয়ে বেড়ায় ঝলসে থাকা চাঁদ
তোর কি আমায় মনে পড়ে একলা থাকা ঘরে
ফুরিয়ে যাওয়া ভালোবাসার এতটা কাল পরে!

****

কথাবন্ধু

কথাবন্ধুর কথামালা
কথা ছাড়া মন উতলা
লিখছি তোমায় শোনো
মনের কথা বলতে বুঝি তুমিও দিন গোনো!

আপনি-তুমি কথার ভাঁজে
হয় অবসর তুমুল কাজে
লিখছি তোমায় শোনো
গুছিয়ে অমন বলতে কথা কেমন করে জানো!

হয়তো হঠাৎ ভরদুপুরে
পুরোনো কথার নতুন সুরে
লিখছি তোমায় শোনো
অমন কথায় মনে পড়ে সব হারাবার গানও!

এহেন কথা, এই আলাপন
রূপ নিয়েছে কাব্যে কখন
লিখছি তোমায় শোনো
নাইবা ফুরাক কথামালার এমন মধুর দিনও!

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।