কাব্যশীলনের কবিতা ও সংগীতসন্ধ্যা ৬ মে

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৩ মে ২০২৪

ব্রিটেনের লিডস শহরে সাহিত্যপত্র কাব্যশীলনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে কবিতা ও শাস্ত্রীয় সংগীতের ব্যতিক্রমধর্মী আয়োজন ‘ক্রন্দন ও কুয়াশার গান’। ৬ মে বিকেল ৪টায় লিডসের মুরটাউন মেথডিস্ট চার্চে এ বিশেষ অনুষ্ঠান মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন কাব্যশীলনের নির্বাহী সম্পাদক সৈয়দ আনোয়ার রেজা।

এতে হিন্দুস্তানি শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় সংগীত, গজল, ঠুমরির পাশাপাশি বিচিত্র রাগের বাংলা গানও পরিবেশন করবেন ভারত থেকে আগত, সদ্যপ্রয়াত উস্তাদ রাশিদ খানের জ্যেষ্ঠ সংগীতশিষ্যা কোয়েল ভট্টাচার্য। তবলা সঙ্গত করবেন পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জির দুই মেধাবী সংগীতশিষ্য কুন্তল দাস ও অনিরুদ্ধ মুখার্জি।

আরও পড়ুন

কবি সৈয়দ আনোয়ার রেজা ও ডা. শারমীন নিজামের উপস্থাপনায় এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন দক্ষিণ এশিয়ার শিল্প, সাহিত্য ও সংগীতের প্রতিষ্ঠান সৌধের পরিচালক কবি টি.এম আহমেদ কায়সার।

কথা ও কবিতা পাঠ করবেন কবি ও গল্পকার সোমা দাশ, কবি শ্রী গাঙ্গুলি, বাচিকশিল্পী নাজমা ইয়াসমীন, ইফফাত মিতুল ও যুক্তরাজ্য সাহিত্য সংসদের সভাপতি আহমদ সৈয়দ শাহনুর।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।