জমির হোসেনের তিনটি কবিতা

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৪

মানুষের স্বভাব

অনিত্য দুর্ভিক্ষ আলোয় ঘুমিয়ে সব আত্মীয়
উঁকি মারে মাঝে মধ্যে দেয়ালের বিপত্তি
উলঙ্গ দেহ অসীম নির্লজ্জ
ক্ষুধায় চিবায় পাথর
বাঁচতে আকুতি নির্লজ্জ দৌড়ে পালায়।
বধির সমাজ দুর্বল মেরুদণ্ড
ওদের হুংকারে চারদিক নিস্তব্ধ
বনের বাঘ ভয়ে কাঁপে
মানুষ জাতের চালচলন।

অন্ধকার ভালোবাসা

জলের আশায় প্রবাহ মন
স্বাদ মিটবে আলিঙ্গন
জীবন যৌবন থমকে যায়
প্রাপ্তির অসম্মান হৃদয় পায়।
চিমটি কাটে শরীর পানে
অদৃশ্য অনুভূতি টানে
পথের মাঝে কাটা সারি
জীবন সুরক্ষায় বন পাড়ি
অন্ধকারে পা বাড়ালে
ভালোবাসা চিমটি কাটে।

পচাঁ সমাজ

নষ্ট মানুষ পঁচা সমাজ
সুশিক্ষার ভাটাঁ?
পথভ্রষ্ট অগ্রজ প্রজন্ম
নীতি-নৈতিকতার অবক্ষয়
লাইনচ্যুত ট্রেনের মতো
সততা পৃষ্ঠে গেছে সেই কবে।
তোষামোদ আজ সমাজজুড়ে
প্রজন্ম তাই দিকবিদিক
জ্ঞান চর্চার নোঙর খোঁজে।
মানুষের আত্মচিৎকার
সুশীল সমাজ অন্ধ বধির
আলোতে ধনীরা গিলছে ধন
অধম না হলে উপায় কি।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।