জীবনানন্দ পুরস্কার পাচ্ছেন ২ কবি-লেখক

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৩ এপ্রিল ২০২৪

ধানসিড়ি-দূর্বা প্রবর্তিত জীবনানন্দ পুরস্কার-২০২৪ পাচ্ছেন কবিতায় কবি জাহিদ হায়দার এবং কথাশিল্প ও প্রবন্ধসাহিত্যে কথাসাহিত্যিক মোস্তফা তারিকুল আহসান।

২৩ এপ্রিল পুরস্কার চূড়ান্তকরণ কমিটির সদস্য সচিব ও ধানসিড়ি সম্পাদক মুহম্মদ মুহসিন এ তথ্য জানান। ২০০৭ সাল থেকে ধানসিড়ি সাহিত্য সংসদ ও ছোটকাগজ দূর্বার উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়।

কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস উপলক্ষে আগামী ২২ অক্টোবর পুরস্কারের অর্থমূল্য ও সম্মাননাপত্র পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন

পুরস্কারপ্রাপ্তদের প্রতিটি সাহিত্যকর্মের ওপর একটি করে সমালোচনা-প্রবন্ধ ধানসিড়ি ২০২৪ সংখ্যায় প্রকাশিত হবে।

এর আগে এ পুরস্কার পেয়েছেন—কবি জুয়েল মাজহার ও কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার (২০১৯), কবি মাসুদ খান ও কথাসাহিত্যিক মহীবুল আজিজ (২০১৬), কবি খালেদ হোসাইন ও কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম (২০১৪), কবি খোন্দকার আশরাফ হোসেন ও প্রাবন্ধিক শান্তুনু কায়সার (২০১৩), কবি কামাল চৌধুরী ও কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার (২০০৮) এবং কবি আসাদ মান্নান ও কথাসাহিত্যিক সালমা বাণী (২০০৭)।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।