প্রিতময় সেনের কবিতা: বৈশাখের প্রত্যাশা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ এএম, ১৪ এপ্রিল ২০২৪

ভালো থাকুক প্রতিটি মানব
সৃজনশীল হোক সবার চিন্তাধারা,
পরিপূর্ণ থাকুক জ্ঞানের ভাণ্ডার
বছরজুড়ে থাকুক, এমনি ধারাবাহিকতা।

ধনী ব্যক্তির উঁচু আসন
গরিবের জায়গা মাটিই,
কেন এই কঠিন নিয়ম
রক্তে-মাংসেতো সবাই একি।

জাত-ধর্ম সব ভুলে
থাকবো সবাই একি সাথে,
পক্ষপাতিত্ব বন্ধ হলে
সমাজ ভাসবে শান্তির স্রোতে।

নতুন বছর, নতুন ভাবে
প্রত্যাশা থাকুক এই হয়ে,
সব ভেদাভেদ ভুলে গিয়ে
থাকবো সবাই মিলেমিশে।

প্রাণবন্ত থাকুক মন বছরজুড়ে
হাসি, আনন্দ, কান্না সাথে নিয়ে,
এমন প্রত্যাশা করি সকলে
পহেলা বৈশাখের প্রথম ভোরের সূর্যোদয়ে।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।