শাহ বিলিয়া জুলফিকারের দুটি ছড়া

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৪ মার্চ ২০২৪

সোনামণির দল

হেসে-খেলে ঘুরে-ফেরে
সোনামণির দল,
খেলাধুলার মাঝে তারা
বাড়ায় মনোবল।

মাঝে মাঝে করে কতো
নানা রকম খেলা,
অলস শিশু নয় যে তারা
নাইকো কাজে হেলা।

হাসি-খুশি বড় উদাসী
তারা বড়ই চঞ্চল,
হেসে-খেলে ঘুরে-ফেরে
সোনামণির দল।

দেখতে লাগে বড্ড ভালো
তাদের নাচানাচি,
মাঝে মাঝে খেলে তারা
খেলে কানামাছি।

বন্ধু-বান্ধব মিলেমিশে
বাঁধে বন্ধুজোট,
মাঝে মাঝে খেলে তারা
খেলে গোল্লাছুট।

মোরা সবে দেখিনি তাদের
থাকতে খুশিহীন,
হাসি-খুশি কাটে খেলায়
কাটে সারাদিন।

****

ছোট্ট খোকা

ছোট্ট খোকা যাচ্ছে মাঠে
সঙ্গী-সাথী নিয়ে,
ছোট্ট খোকা যাচ্ছে ঘাটে
পুকুর পাড়ি দিয়ে।

মাথায় তার আসে কত
রঙিন রঙিন খেলা,
দুঃখ তার নাইকো এত
খুশি সারাবেলা।

ছোট্ট খোকা যাচ্ছে কোথায়
মা রইলেন চেয়ে,
দুঃখ পেলে হেথায়-সেথায়
মাকে বলবে যেয়ে।

মা তো তার বড্ড ভালো
বড্ড খেয়াল রাখে,
চোখের যেই আড়াল হলো
ডাকে তারে ডাকে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।