জন্মদিনের ছড়া: বঙ্গবন্ধু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৪

সৈয়দ ইসমাঈল হোসেন জনি

মহান নেতা শেখ মুজিব
বাঙালির বন্ধু তুমি,
তোমার জন্মের বদৌলতে
ধন্য হলো জন্মভূমি।

স্বাধীন বাংলার স্থপতি
তুমি চির মহীয়ান,
তোমার মতো নেতা পেয়ে
সর্বজনে ভাগ্যবান।

চিন্তা-চেতনায় বারেবারে
তোমাকেই মনে পড়ে,
সারাজীবন থাকবে তুমি
জনগণের অন্তরে।

তুমি ছিলে ন্যায়পরায়ণ
অত্যন্ত সরল-সৎ,
দুঃখীজনকে বুকে নিয়ে
দেখিয়েছো সত্যপথ।

তোমার মতো আদর্শবান
এ সময়ে প্রয়োজন,
পুনর্জন্ম হউক তোমার
করি সেই আবেদন।

তোমার জীবন বাজি রেখে
করেছিলে সংগ্রাম,
স্বর্ণাক্ষরে রয়েছে লেখা
ইতিহাসে সেই নাম।

কারো কাছে নোয়াওনি মাথা
মিথ্যা নয় সত্যি কথা,
তোমারই প্রচেষ্টায় আমরা
পেয়েছি এ স্বাধীনতা।

মুজিব তোমার সেই ঋণ
ভুলবো না কোনদিন,
তোমার কথা মনে পড়লে
মনটা হয় মলিন।

কাউকে তুমি করোনি ভয়
ছিলে সদা সত্যবাদী,
তোমায় ভেবে দিবস-যামী
অন্তরালে আজও কাঁদি।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।