মাহে রমজান

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৪ মার্চ ২০২৪

সৈয়দ ইসমাইল হোসেন জনি

বছর ঘুরে এলো রে মাহে রমজান,
শুদ্ধ মনে গাও সবে আল্লাহর গান।
ভেদাভেদ ভুলে যাও হে মোমেনগণ,
রমজানের কল্যাণে পুণ্যে দাও মন।

তারাবি আদায় করো খাঁটি মন নিয়ে,
মহান রব কাউকে দেবে না ফিরিয়ে।
সম্পদের জাকাত দিয়ো পূর্ণ নিয়মে,
জিকিরের সাথে থাকো প্রতি দমে দমে।

রমজানের আদব রক্ষা করে চলো,
পবিত্র জবান থেকে সদা সত্য বলো।
পাপ কর্ম ছেড়ে দিয়ে পুণ্য কর্ম করো,
পরিপূর্ণভাবে সবে আল্লাহকে ধরো।

এস আই জনি বলে শোনো বন্ধুগণ,
যতদিন বেঁচে রবে পুণ্যে দিবে মন।
সিয়াম সাধনায় সামিল হও সবে,
ইহকালে পরকালে চির সুখী হবে।

ঈমানকে তাজা করো মাহে রমজানে,
আল্লাহর এবাদতে মনে শান্তি আনে।
রমজানের সম্মানে হও পুণ্যবান,
শান্তির পরশ নিয়ে এলো রমজান।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।