শাহানাজ শিউলীর কবিতা: আজ আমার বসন্ত

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ১২ মার্চ ২০২৪

তোমার প্রেমের জীয়ন কাঠির ছোঁয়ায়
আজ কৃষ্ণচূড়া সেজেছিল সবটুকু লাল দিয়ে
অকালসন্ধ্যা মাড়িয়ে আঁধারেরা উড়ে গেল কর্পূরের মতো।
আমার প্রেমের ছোট্ট বাসর সেজেছিল শিমুল পলাশে,
কোকিলের সুমধুর কুহুতানে।
সুখের আস্বাদে লালিত আত্মা জেগেছিল ফাল্গুধারায়।
ভ্রমর মনের আনন্দে গুঞ্জন করেছিল আম্র-মুকুলে
প্রেম মঞ্জরীর মধুপানে দানা বেঁধেছিল সরিষার মাঠ।
সেদিন নির্ভয়ে সহমর্মী বসন্ত খুলে দিয়েছিল দখিনা দুয়ার।
নিবিড় মমতায় শরতের শুভ্র মেঘের মতো
বসন্ত আলিঙ্গন করেছিল আমায়।
বুকের গভীরে ফাল্গুনের তীর্যক আদিত্য
পুড়িয়ে দিয়েছিল দুঃখের পাপড়ি।
শ্রাবন্তীর সাঝে জ্বলজ্বল করে জ্বলে আমার বসন্ত।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।