সুকুমার রায় সাহিত্য পদক পেলেন আলমগীর খোরশেদ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:১২ পিএম, ১০ মার্চ ২০২৪

‘সুকুমার রায় সাহিত্য পদক ২০২৪’ পেলেন কবি, কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক আলমগীর খোরশেদ। ২০তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা উপলক্ষে ৭ মার্চ তার হাতে এ পদক তুলে দেওয়া হয়।

সাহিত্য সংগঠন ‘জেগে ওঠো নরসুন্দা’র সহযোগিতায় ছড়া সংসদ এ পদক প্রদান করে। আলমগীর খোরশেদ তার ক্ষুরধার লেখনী দিয়ে পাঠক সমাজে সমাদৃত হয়েছেন।

আলমগীর খোরশেদ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামে ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম এ. কে. খোরশেদ উদ্দিন আহমেদ একজন সমাজসেবক এবং লেখক ছিলেন।

আরও পড়ুন

আলমগীর খোরশেদ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কর্মরত।

তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৪টি। তিনি বিচারপতি এস এম মজিবুর রহমান সাহিত্য সম্মাননা, মিজাফ তারকা অ্যাওয়ার্ড, অচ্ছুৎ দুই বাংলা সাহিত্য সম্মিলন সম্মাননা ও মাদার তেরেসা সাহিত্য সম্মাননা লাভ করেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।