আব্দুল্লাহ নাজিম আল-মামুনের প্রেমের কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৯ মার্চ ২০২৪

 

মানুষ কেন হয় না একে অপরের

তুমি হয়তো চলে যাওয়ার পরে
হঠাৎ একদিন আমাদের দেখা হবে
শহরের সেই উন্নত রাস্তায়
তোমাকে দেখতে পাবো
রোলস রয়েস গাড়িতে,
তখন তুমি দেখবে না আমায়।

কিংবা যদি দেখেও থাকো
তবুও কথা হবে না আমাদের
তুমি ব্যস্ততার বাহানা ধরে এড়িয়ে যাবে
আমি দাঁড়িয়ে থাকবো; হয়তো ভাববো
মানুষ কেন হয় না একে অপরের?
তুমি যদি রাজি থাকতে আমরা হতাম দুজনের।

****

তুমি আমাকে এতই ভালোবাসো

তুমি আমাকে এতই ভালোবাসো
এর উদাহরণ আমি দিতেই পারি
বিশাল সমুদ্রের মতো, নীল আকাশের মতো
অথবা সমুদ্রের দৈর্ঘ আর আকাশের বিশালতার
চেয়েও বড় তোমার মহৎ মনের মতো।

তুমি আমাকে এতই ভালোবাসো

আমার দুঃখের দিনে, হৃদয়ে মেঘে ঢাকা শ্রাবণ এলে
তুমি কাঁদতে পারো—
বৃষ্টি হয়ে হৃদয় আকাশের সমস্ত মেঘ ঝরাতে পারো।
আমার উৎসবের দিনে, মনের বনে দুপুর এলে
হাসতে পারো, গাইতে পারো, নাচতে পারো

তুমি আমাকে এতই ভালোবাসো।

ফোনে কথা বলার বাহানা ধরলে—
সরাসরি দেখা করতে আসো,
ভালোবাসি বললে—ফুল নিয়ে দাঁড়িয়ে থাকো।
তোমার ভালোবাসা যেন
কবিতায় ফুঁটে ওঠা আনন্দ বাতায়নের মতো।

তুমি আমাকে এতই ভালোবাসো
তাই আমি ভাবতে পারি না অন্যকিছু।

****

আমি ভুলতে পারি না

তুমি আমাকে এত সহজেই ভুলে গেলে
অথচ তোমাকে আমি মনে রেখেছি স্মৃতি হিসেবে।
তুমি চলে যাওয়ার পর থেকে—
যেন বাগানের ফুল শুকিয়ে যাওয়ার মতো
আমিও অর্ধপ্রাণ নিয়ে বেঁচে আছি জগতে।
কী করে তোমাকে ভুলে যাবো বলো?
তোমার দুচোখের মায়া, মুখের স্নিগ্ধ হাসি
সহজ-সরলতায় ভরপুর কথা-বার্তা
আমি ভুলতে পারি না!
আজও আমার সামনে যেন তুমি আসো
চোখের সামনে ভাসো, হাসো
কী করে এত সহজেই আমি তোমাকে
ভুলে যেতে পারি বলো?

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।