জন্মদিনের আয়োজন

কবি হারিসুল হকের ২টি কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

৬৩ বছরে পা রাখলেন কবি হারিসুল হক। এ উপলক্ষে কবিতাসংক্রান্তি প্রকাশিত তার দুটি কাব্যগ্রন্থ ‘প্রান্তরের গান’ এবং ‘সময়ের বিশিষ্ট পেরেক’র পাঠ-উন্মোচন করা হয়। ১৯ জানুয়ারি বিকেল ৪টায় পাঠক সমাবেশ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন কবি বিমল গুহ। প্রধান অতিথি ছিলেন কবি আসাদ মান্নান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. আতিকুর রহমান।

আরও পড়ুন: ২০২৩ সালে বাংলা সাহিত্য যাদের হারালো

আড্ডার আমেজে অতিথি এবং আলোচকরা হারিসুল হকের কবিতা নিয়ে বিশদ আলোচনা করেন। তারা বলেন, ‘হারিসুল হক সাম্প্রতিক বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কবি। তার কবিতায় স্বদেশের প্রাণস্পন্দন লক্ষ্য করা যায়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিস রহমান, শিশুসাহিত্যিক হুমায়ুন কবির ঢালী, কবি এহসানুল ইয়াছিন, বাচিক শিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু, কবি সিকদার ওয়াহিদুজ্জামান প্রমুখ।

কবিতাসংক্রান্তির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করেন শিখা চৌধুরী ও রনজু রাইম।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।