ভালোবেসেছি
আমি শুধু তোমাকে ভালোবেসেছি
যতটা ভালোবাসা যায় তার চেয়ে বেশি ভালোবেসেছি
যতটা ভাবতে পারা যায় তার চেয়েও বেশি ভালোবেসেছি
একটুও কার্পণ্য করিনি ভালোবাসতে
মন উজাড় করে ভালোবেসেছি
নিঃস্বার্থভাবে ভালোবেসেছি
নয়নে নয়ন আটকে ভালোবেসেছি
আঙুলে আঙ্গুল ধরে ভালোবেসেছি
নাকের ডগায় নাক ছুঁইয়ে ভালোবেসেছি
গালে গাল ঠেকিয়ে ভালোবেসেছি
ঠোঁটে ঠোঁট চেপে ভালোবেসেছি
আলিঙ্গনে বাঁধা পরে ভালোবেসেছি
বুকে মাথা রেখে ভালোবেসেছি
মায়ায় জড়িয়ে ভালোবেসেছি
ভালোবেসেছি, ভালোবেসেছি, ভালোবেসেছি...
আমার জন্য, তোমার জন্য, বিধাতার জন্য,
আমাদের জন্য, ওদের জন্য ভালোবেসেছি।
ভালোবেসেছি তোমার সুবিস্তীর্ণ হাসিকে
ভালোবেসেছি তোমার চাহনির মাদকতাকে
ভালোবেসেছি তোমার দুহাতের খাঁচাকে
ভালোবেসেছি তোমার একাকিত্বকে
ভালোবেসেছি তোমার আকাঙ্ক্ষাকে
ভালোবেসেছি তোমার স্বপ্নগুলোকে
ভালোবেসেছি তোমার মৌনতাকে
ভালোবেসেছি তোমার কষ্টকে
আর না পাওয়ার ব্যথাকে
কিন্তু...
তুমি ভালোবাসোনি আমায়!!
তোমাকে ভালোবাসতে যেয়ে আমি কর্পদকশূন্য হয়ে গেছি,
ভালোবাসা না পাওয়ার ভয়ঙ্কর যন্ত্রণা সয়ে গেছি,
দিবা রাত্রি সকাল সন্ধ্যা বেদনায় নীল হয়েছি
তবুও তোমাকেই ভালোবেসেছি...
ভেবেছি তুমিও ভালোবাসবে আমায়
তুমিও আঁকড়ে ধরবে আকর্ষীর মতো
তুমিও ডুবে যাবে ভরা কলস হয়ে
জীবনমৃত হয়ে আমাকেই খুঁজে যাবে...
হায়, কিন্তু তুমি কঙ্কাল হয়ে ভেসে রয়েছো
ডুবে যাওনি,
ভুলতেও পারোনি...
নিজের সাথে নিজের লড়াই
আত্মার সাথে বিবেকের বোঝাপড়ায়
কার সাধ্য এমন অসীম ভালোবাসা অগ্রাহ করায়?
তেমন কেউ যে জন্মায়নি ধরায়।
অবশেষে তুমি প্রেমে পড়েছো, পুড়ে গেছো, ডুবে গেছো
এবং অসীমে থেকেও ভালোবাসতে পেরেছো !
ভালোবেসেছো, আসলেই ভালোবেসেছো..
আমার মতো করে নাহোক, তোমার মতো করে...
সবকিছু চূর্ণ বিচূর্ণ ধূলিসাৎ করে দিয়ে
আমায় ভালোবেসেছো...
শুধুই ভালোবেসেছো।।
এমআরএম/এমএস