ইমন হক তালুকদারের কবিতা: নিরুপমা
নিরুপমা, একটি চিঠি লিখবো আপনার কাছে—
যেদিন হারিয়ে ফেলেছি নিজেকে
এই তৃণ ঘেরা বনে আপনার রূপ দেখে।
আবার কখনো হয়তো রাতজাগা হবে না আমাদের,
ভালোবাসার বিন্দুমাত্র আর হয়তো পাওয়া হবে না।
কখনো ভাবিনি আপনাকে ছেড়ে এতদূর থাকতে হবে
কষ্টের সীমানা পেরিয়ে আমরা দুজন আজ ভিন্ন পথে।
এই ব্যর্থ হৃদয়ে আশা সঞ্চয়ের সতেজ অনুভূতি,
আমাকে ক্লান্ত করে, ক্লান্ত করে সে দূরের নক্ষত্রের মতো—
কখনো আমি হয়তো সে চাঁদের মাঝে আপনাকে দেখতে পাই।
ভালোবাসি বলেই কি আমাদের মধ্যে এত বিচ্ছেদ নিরুপমা?
কখনো সুধাংশুকে প্রশ্ন করি,
তুমিও কি আমার থেকে এতদূর
যেমন চাঁদ তার ভালোবাসা থেকে?
যেমন তার প্রিয় প্রিয়তমার চোখে আলো দেয়
তেমনই আমার নিরুপমা আমার হৃদয়ে আলো দেয়
ভালোবাসি বলাটা দোষের নয় আজ।
হে চাঁদ তুমি সে চকোরিকে জানিয়ে দিও,
মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি শুধু তার।
হে মেঘ, সাদা পূর্ণিমার দিগন্তের মেঘ,
আমার প্রেমিকার কাছে ভালোবাসা পৌঁছে দাও।
তোমার ভেতরের জলে তার,
সে ছবি প্রতিফলিত করে নিয়ে আসো আমার কাছে।
এই পথিক যে কতকাল তার প্রিয়ার খোঁজ রাখেনি,
বাস্তবে দেখতে পারিনি।
শুধু কল্পনায় হারিয়ে গেছে তার প্রেয়সীর চোখের মায়ায়।
তার সাথে কতকাল প্রেমালাপ হয় না,
কল্পনার মতো আজও কি সে নীল শাড়ি পরে
আমার অপেক্ষায় কপালে টিপ দিয়ে
স্বদেশে দাঁড়িয়ে আছে?
হে পবন, গতিতে চলো—
এই মেঘকে ভাসিয়ে নিয়ে যাও আমার নিরুপমার কাছে।
এসইউ/এমএস