কিং লুথার থেকে শেখ মুজিব এবং একাত্তর

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ০৮:০৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৩

কিং লুথার থেকে শেখ মুজিব

তেইশ অগাস্ট, উনিশশ তেষট্টি
ওয়াশিংটনে কিং লুথার: ‘আই হ্যাভ আ ড্রিম’
একাত্তরের সাত মার্চ
রেসকোর্সে শেখ মুজিব: ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’
—স্বাধীনতাকামীর মুক্তিসনদ।

‘মার্চ অন ওয়াশিংটন’
: ‘রেসকোর্স চলো’,
‘বিলাসিতার সময় এখন নয়’
: ‘যার যার যা আছে তা-ই নিয়ে প্রস্তুত থাকো’
—বিশ্ববাসীর দিশারী।

নিগ্রোর মুক্তি, ভায়ের মুক্তি
উচ্চারণে আলাদা, ভাষাও ভিন্ন;—
মুমুক্ষুদের আকাঙ্ক্ষার তীব্রতা কিন্তু একই।

****

একাত্তর

হ্যারিসনের গান, বব ডিলানের গিটার
রবিশঙ্করের কণ্ঠ যেন বাংলাদেশ
অ্যালান গিন্সবার্গের ‘যশোর রোড অন সেপ্টেম্বর’
পূর্বপাকিস্তানের ক্ষত-বিক্ষত অবয়ব—
মানবতার ফেরিওয়ালাদের বিবেক জাগ্রত করার ডাক
রক্তকরবীর মতো উচ্চারণ
বাংলাদেশ।

চারিদিকে অভ্যর্থনা জানায়
মাইল-মাইল থোকা-থোকা ভালোবাসা
সজনে ফুলের হিরের মালা
ফাগুনের কচিপাতার প্রোজ্জ্বল শপথ
দোয়েলের শিসে
বাংলাদেশ।

ধর্ষিতার কান্নায় নোনতা ক্রোধ
বাবার ফোঁটা-ফোঁটা রক্ত, বোনের অশ্রু
সন্তানের মুখে পতাকা—লাল-সবুজ
ঘৃণার আগুনে
ক্রোধ আর ক্ষোভের সারি
অবশেষে মায়ের ঝাঁঝরা বুকে ফুটে ওঠে
একটি মানচিত্র
‘বাংলাদেশ’।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।