সিবগাতুর রহমানের কবিতা: লাখো সালাম

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩

স্বাধীনতা তোমায় আনতে গিয়ে
বুকের তাজা রক্ত ঢেলে দিলো যারা
তাদের জানাই আমি লাখো সালাম।

স্বাধীনতা তুমি ভোরের রক্তিম সূর্য
স্বাধীনতা তুমি সাগর নদী সম রক্ত
হারাতে দেবো না কভু আর তোমাকে
লাখো জীবনের দামে তোমায় পেলাম
তাদের জানাই আমি লাখো সালাম।

স্বাধীনতা তুমি দুঃখী মায়ের মুখে হাসি
বোনের খোঁপায় গোঁজা তুমি ফুল রাশি
হায়েনার থাবা থেকে ছিনিয়ে তোমায়
এনেছে বিলিয়ে যারা নিজ জান-মাল
তাদের জানাই আমি লাখো সালাম।

বুলেটের সম্মুখে পেতে দিয়ে এ বুক
এনেছি তোমায় দিতে এতটুকু সুখ
দূরে যেতে দেবো না গো তোমারে কভু
আজকে সবাই মোরা শপথ নিলাম
তাদের জানাই আমি লাখো সালাম।

স্বাধীনতা তোমায় আনতে গিয়ে
বুকের তাজা রক্ত ঢেলে দিলো যারা
তাদের জানাই আমি লাখো সালাম।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।