মামুন রাফীর ছড়া: পথের শিশু

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৩

গরিব ঘরে জন্ম আমার
পথের শিশু নাম,
আবর্জনার মতো আমি
পাই না কোনো দাম।

এই মাটিতে ঝরে পড়া
আমিও একটি ফুল,
অনাদরে বেড়ে ওঠা
আউলা মাথার চুল।

পথে থাকি, পথে ঘুমাই
পথে আহার করি,
খোদা ছাড়া কেউ শোনে না
মোদের আহাজারি।

ক্ষুধার জ্বালা কেমন জ্বালা
আমিই শুধু বুঝি,
ভীষণ খরায় তৃষ্ণা পেলে
মায়ের আঁচল খুঁজি।

মা যে আমার হারিয়ে গেছে
ছোট্ট শিশুকালে,
কেউ করেনি একটু আদর
দেয়নি চুমা গালে।

তোমার ছুঁড়ে ফেলা খাবার
আমি কুড়িয়ে খাই,
হাজার টাকা করো নষ্ট
আমি চাইলে নাই।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।