হেমন্তের মেয়ে এবং অন্য কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৫ নভেম্বর ২০২৩

আব্দুল্লাহ নাজিম আল-মামুন

হেমন্তের মেয়ে

এক হেমন্তের দুপুরে
তুমি এসেছিলে শরম ভেঙে
আমার সামনে—
এরপর তুমি আর আমি
মুখোমুখি হলে—
চোখে চোখ রেখে
হৃদয়ের অতল গভীরে
আলো ফুটিয়েছো
ভালোবাসি বলে।

****

প্রপোজ

আমাকে ডাকছে দূরের কেউ
যাকে আমি কোনোদিন দেখিনি;
তার ডাকে এই বুকে প্রেমের ফুটছে ফুল—

কাছে যেতেই দেখি
সে তাকিয়ে আছে আমার দিকে
যেন এমন করে—যুগ যুগ আমাকে চেনে;
মুখ ফুটে বলছে—ভালোবাসি।

****

প্রিয়তমা

আমি তোমার আকাশে
সাত রঙের রংধনু হতে চেয়েছি,
আমি তোমার প্রিয়
ওই বৃষ্টি হয়ে ঝরেছি।

আমি তোমার মনের ঘরে
ভালোবাসার ফুল হতে চেয়েছি,
তোমায় আমি দেখবো বলে
দুচোখ জুড়ে মায়া বেঁধেছি।

তবুও আমি তোমার পাইনি দেখা
তবুও আমার গল্পে তুমি লেখা,
তুমি আমার হৃদয় ওগো প্রিয়তমা
তুমি ছাড়া নামের পাশে নেই দাড়ি-কমা।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।