শাহানাজ শিউলীর কবিতা: জবাব চাই

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১২ অক্টোবর ২০২৩

শিশু যখন গর্ভ থেকে মায়ের কোলে আসে
স্বপ্নভরা দু’চোখ মায়ের খুশির জলে ভাসে।
আমার মায়ের চোখে কেন দেখি দুঃখীজল?
কে মোছালো স্বপ্নরাশি বল রে তোরা বল।

গায়ে কেন ছেঁড়া কানি? না খেয়ে যায় দিন
জীবন কেন টানাপোড়েন মাথায় বোঝা ঋণ?
পায় না কেন পড়ার সুযোগ ওদের মতো করে,
মানুষ হওয়ার স্বপ্ন কেন ক্ষয়ে ক্ষয়ে ঝরে?

বিলাসবহুল গাড়ি-বাড়ি ভাগ্যে ওদের লেখা!
আমরা তবে পাই না কেন ভাগ্যদেবীর দেখা?
আলো-বাতাস সবই যদি সমান সমান পাই
ওরা কেন অট্টালিকায়? আমরা ধুলি গায়!

আমার মায়ের গর্ভধারণ হয়েছে বুঝি পাপ!
তা না হলে জীবন কেন হলো অভিশাপ?
সমাজপতি বলতে হবে কে নেবে এর দায়?
কে করলো সব ব্যবধান সুষ্ঠু জবাব চাই।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।