শায়লা জাবীনের দুটি কবিতা

শায়লা জাবীন
শায়লা জাবীন শায়লা জাবীন
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

প্রস্থান

চলে যাওয়া মানে হারিয়ে ফেলা নয়
থেমে যাওয়ার অর্থ ছিন্নতা নয়
স্থবিরতা কখনোই বিদায় নয়
না থাকাটা বরং পুরো অন্তরজুড়ে পোড়ায়
কাঠ কয়লার আগুনের মতো
অনুপস্থিতি আরও বেশি করে ভাবায়
স্মিত হাসিও বেমালুম উবে যায়
বিনি সুতোয় পড়ে টান,
দিনরাত সব একাকার হয়ে খাবি খায়
মৌনতায়, আচ্ছন্নতায়, মায়ায়...

চলে যাওয়া মানে...
আরও বেশি করে রয়ে যাওয়া।।

বিদায়

বিদায় তাহলে,
প্রার্থনায় মনে রেখো...
সুরের মায়ায় গেঁথেছো
হিয়ার মাঝে হেরেছো

বহুতল ভবন ডিঙিয়ে সফেদ কাশফুল পেরিয়ে
সাতরঙা হৃদয় নিয়ে সাদাকালোয় ভাসছো...

গোলাপে কাঁটা থাকবেই
মাকড়সা জাল বুনবেই
স্বৈরাচার সমূলে নিপাত যাক
পিঞ্জরে প্রণয় আটকা থাক
নীরবে নিভৃতে যতনে
জাকারান্ডার বনে

আমার সব কমজোড়িতে তুমি আছো,
তোমার সবটাতেই আমি মিশে গেছি।।

এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।