আমিরুল ইসলাম বাপনের কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

মস্তকের বিস্ফোরণ

এই সঙ্কুচিত পৃথিবীতে আমার মাথাটা রাখার জায়গা পাচ্ছি না,
দয়াকরে আপনারা নিজস্ব অবস্থানে থাকুন।

শীতের প্রলেপে ফেটে যাওয়া ঠোঁটে-
বুলেটের লিপজেল মাখুন।
সুপারসনিক নিউট্রনের সংস্পর্শে
নিজেকে নিয়ন্ত্রিত রাখুন।

কথা দিচ্ছি, আমার মস্তকের বিস্ফোরণে
কলুষিত পৃথিবী বিকলাঙ্গ হওয়ার পর
বলবাঁধা উদ্ভিদের মতো জন্মাবে সুস্থ সভ্যতা।

দয়াকরে আপনাদের প্রসারিত বাম হাতগুলো গুটিয়ে নিন
দেদীপ্যমান চন্দ্রখণ্ডিত বিস্তর চারণভূমি আপনাদের উপহার দেবো
সেখানে দিগরা দেওয়া রবে আধুনিক পশু
চিড়িয়াখানাগুলোতে থাকবে সভ্যতার দর্পণ।

এই সঙ্কুচিত পৃথিবীতে আমার মাথাটা রাখার জায়গা পাচ্ছি না,
দয়াকরে আপনারা নিজস্ব অবস্থানে থাকুন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।