সাজেদুর আবেদীন শান্তর আটটি অণুকবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩

তৃষ্ণা

তোমার ডাগর আঁখিতে
কতটুকু জল থাকে?
তৃষ্ণায় আমার বুক ফাটে—
তাকিয়ে কি আমার তৃষ্ণা মেটাবে?

সভ্যতা

ক্ষয়ে যায় ক্ষয়ে যায়
সভ্যতা ক্ষয়ে যায়,
সয়ে যায় সয়ে যায়
সভ্যতা সয়ে যায়।

ফাঁকি

পাশে বসে আছো,
দূর থেকে দেখছে একটি পাখি—
শরীরে শরীর থাকা,
মনে মন রাখা আসলেই ফাঁকি।

গহীনে

পৃথিবী ঘুমিয়ে গেছে
ছাতিম কাঠের কফিনে
আমি শুধু জেগে আছি
তোমার মনের গহীনে

স্মৃতি

তুমি চলে গেলে,
চলে গেলে
আমার স্মৃতি পায়ে
পিষে ফেলে

খাঁচা

খাঁচায় রাখলাম পাখিকে,
বন্দি করে ওই—
শুধুই গেলাম আটকে,
পোষ মানালাম কই?

সম্পর্ক

তুমি চলে গেলে,
রেখে গেলে স্মৃতি—
ঠিকানা বদলে গেলেও
সম্পর্ক হয়নি ইতি।

হেঁয়ালি

তুমি চলে গেলে যে পথে—
সে পথ মনে রাখলো দুর্বা ঘাস,
নাটাই-ঘুড়ি অন্যের হোক
পুরোটাই তো আমার আকাশ!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।