আরিফ হাসানের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৩

সুখের অসুখ

টেকনিক্যাল থেকে মিরপুর রিকশা পাওয়া যায়?
এখন কি বলো, রিকশা থেকে পড়ে যাই ধরো আমাকে!
এখনো কি তাজমহল রোডের অপেক্ষায় থাকো?
সুখ!
আমার প্রচণ্ড অসুখ!
তোমার স্টেতেস্কোপে সর্দিজ্বরের শব্দ কি আসে?
চাইনিজ বিল মুচকি হেসে এখনো দাও?
এখনো কি খোঁজ স্টাবলিস্ট পিলার!
চোখের সামনে তুমি নাই।
মনের মধ্যেও কোনো জায়গা নাই।
ভালো থেকো সুখ।
জেনে রেখো
আমার প্রচণ্ড অসুখ!

****

স্থানহীন আসন

আমি যে চেয়ারটায় বসি
সেটা ঘোরে না, নড়ে না-চড়ে না
আমি যে চেয়ারটায় বসি
কোমরে ব্যথা হয় প্রচণ্ড
ডাক্তার বললেন, না চেয়ারে বসা যাবে না।
হাঁটতে থাকুন হাঁটতে থাকুন...
আমি হাঁটছি।
চেয়ারটা আমাকে চায় না!
নাকি আমি চেয়ারের যোগ্য না।
‘চেয়ার’ আমি তোমাকে কুকুরের মতো ভালোবাসি
তুমি শেয়ালের মতো কেন অমন করো?
আসো প্রেমচুক্তি করি এক জনমের।
যারা আলুথালু পূজায় মত্ত তাদের কোমর ভেঙে দাও।
আমার পূজায় সিক্ত হও।
চেয়ার... প্রিয় চেয়ার... প্রেম আমার!

এসইউ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।