দেবদূত এবং অন্য কবিতা

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ০৮:১০ এএম, ২৮ আগস্ট ২০২৩

দেবদূত

তুমি আকাশে এক দেবদূত
তবে ব্যাটারিচালিত ডানাঅলা জড়োয়ার মতো,
পালিয়ে-আসা পাখির মতো নড়াচড়া করছ।

অথচ তুমি বাজপাখির মতো উঁচুতে উড়ে উড়ে
আমাকে অনুসরণ করছ।

আমার ইচ্ছেরা আমার বিস্তীর্ণতা আড়াল হতে চায়।
তবুও তোমাকে দেবদূত ভাবি—
কেননা আমার দৌঁড় এ পর্যন্তই।

****

উপলব্ধি

‘গ্রেট বেরিয়ার রিফ’ বলে, যেতে পারবে না
আল্পস বলে, আমাকে ডিঙিয়ে যেতে পারবে না
আমাজান বলে, আমার মধ্যে হারিয়ে যাবে
ঈগল নখর প্রসারিত করে বলে, দেখছি সবকিছুই।

সামনে অবারিত নক্ষত্র, তবুও
কেউ যেন বলছে, থামো,
কেউ বলছে, একটু থামো।

শুধু সাগরই বলে, থেমো না বন্ধু
সবাই মিলে হবো থইথই
দুঃখপাতের জলে জলে হয়েছি অথৈ উদার।

****

সূর্যাস্ত

সূর্যকে সামনে রেখে

এক সুন্দরী ছবি তুলছে গোধূলি সাগরের
ঝাউবন ঢেউ ফুল বালুতট...
শরতের বাতাস তাড়া করে যাচ্ছে তার আঁচল
খেপেছে এলোচুল।

আমি ছবি তুললাম সূর্যাস্তের।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।