তাইজুল ইসলামের পৃথিবী বিষয়ক কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৬ আগস্ট ২০২৩

পৃথিবীটার বয়স বেড়েছে

পৃথিবীটার বয়স বেড়েছে
ক্রমশ যাচ্ছে বুড়িয়ে
হাড়-চামড়ায় জং ধরেছে
মস্তিষ্ক চলছে খুঁড়িয়ে।

সূর্যটারও বয়স হয়েছে ঢের
চোখে সেঁটেছে চশমা
চাঁদ তো দেউলিয়া আগেই
কী দেখাবে কারিশমা?

ফুল বাগিচার গন্ধ এখন
ডাস্টবিনেতেই মেলে
ফুল ফোটাতে পয়সা-কড়ি
অযথা ফেলবে কেন জলে?

পৃথিবীটার বয়স বেড়েছে
ঢের হয়েছে প্রবীণ
জ্ঞান কুড়াতে কারোরই এখন
যেতে হয় না চীন।

অন্ধ ব্যাটাই ভরসা এখন
চক্ষুওয়ালার দৃষ্টি গেছে খোয়া
প্রজন্ম চলে হেলান দিয়ে
কেউ বসে কেউবা আধশোয়া।

পৃথিবীটার বয়স বেড়েছে
ঢের হয়েছে বুড়ো
জন্তু-জানোয়ার জবান পেয়েছে
ডাকছে তাকে খুড়ো।

****

পৃথিবীটার অসুখ করেছে

পৃথিবীটার অসুখ করেছে
কঠিন বেঁধেছে ব্যামো
পাগল মাতাল সুস্থ সবাই
সুস্থদের বাড়ে মাতলামো।

পৃথিবীটার রূপ বদলেছে
চিত্র এখন ভিন্ন
হরিণ তাড়িয়ে বেড়ায় মোষ
জঙ্গল থেকে উধাও বাঘের চিহ্ন।

বনের রাজা গুহার ভেতর
গুটিয়ে নিয়েছে ল্যাজ
শূকরগুলো স্বাধীন এখন
শকুন করছে রাজ।

শেয়াল পণ্ডিত শিষ্য এখন
গুরু এখন রামছাগল
শোকে-দুঃখে কচ্ছপটা তাই
খোল ছাড়িয়ে বাজায় ঢোল।

খরগোশ ব্যাটা ব্যাঙ হয়েছে
ডাকছে ঘ্যাঙরঘ্যাঙ!
ব্যাঙ হয়েছে খরগোশ এখন
ছুটছে দ্যাখো উপড়ে তুলে ঠ্যাং।

পাখিগুলো খাঁচায় ঢুকেছে
আকাশে উড়ছে যুদ্ধবিমান
শেয়াল পণ্ডিত বুদ্ধু এখন
রামছাগলটাই বড় ধীমান।

ভাগ্য ভালো ডাইনোসরটা
আগেই গেছে চলি
পাঠার বদলে নইলে ব্যাটা
নির্ঘাত হতো বলি!

সারাশরীর কালো কাকের
পুচ্ছটা তার সাদা
নুনের বোঝা বইছে মানুষ
মনিব হয়েছে গাধা।

বানরের পিঠে চড়ছে হাতি
হাতির পড়েছে দাঁত
মোষের ভয় পোষে নেকড়ে
চিতা কুপোকাত।

সারাশরীর সাদা পায়রার
ডানা দুটি তার কালো
বুঝি ল্যাজ নাড়া কুকুর কেন ভালো
ফণা তোলা সাপটা কেন কালো?

কবি: শিক্ষার্থী, ইংরেজি সাহিত্য বিভাগ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।