দুঃস্বপ্ন

শায়লা জাবীন
শায়লা জাবীন শায়লা জাবীন
প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৪ আগস্ট ২০২৩

সাঁঝবেলা থেকে বৃষ্টি...
কৃষ্ণপক্ষ অবিরাম
শীতটা আরো জাঁকিয়ে বসেছে বাতাসে
এবারের শীতকালটাও বড্ড বিষণ্ণ
কনকনে হিম শীতলে তুমি নেই
হাতের আঙ্গুল গুলো প্রত্যাশায় ক্লান্ত ভীষণ
পা জোড়াও বেকার বিষণ্ন
মনের খোঁজ আবার কে রাখে
ভোরের আলো ফুটে ওঠার আগেই স্বপ্ন উধাও
দুটো পাখি বসে আছে ডালে,
জড়সড়ো জবুথবু নয়নে...
সামনে হেঁটে আগানোর পথটা ভেজা পাতায় পিচ্ছিল
এই পথ ধরে আমাদের হেঁটে যাবার কথা
হাঁটতে হাঁটতে চুলে আটকে যেত সোনালু ফুলের পাঁপড়ি
তুমি আমি কেউ সরিয়ে দিতাম না সেগুলো
থাকুক না কিছু প্রকৃতি প্রদত্ত ধনসম্পত্তি
সাক্ষী কিংবা মায়া হয়ে
ও পথ ধরে হেঁটে গেলেই বলা হয়ে যেত
না বলা কথা,
জানা হতো অচেনা চেনা সুর...
ঠিক তখনই
দূর থেকে পাতার ফাঁক গলে রোদ্দুর
ঠিকরে এসে বসে উজ্জ্বল দন্তরাশিতে
চোখের সাদার ভেতর ঝিকমিক করে আলো
জল আর বৃত্তাকার কালো
সবটাই কি ভ্রম
একটুও সত্য নেই ?
এমন রোদ্দুরেও তুমি হাসবে না!
ছায়াতে অন্তত হেসো।

এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।