সলিল মজুমদারের গুচ্ছ কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৭ জুলাই ২০২৩

একটা মেয়ে

একটা মেয়ে
দৌড়ে দৌড়ে বেড়ায়
পিছু পিছু
সাগর তীরে

সেই মেয়েটার
চোখগুলো
ঠোঁটগুলো
আঙুলগুলো
আমার মতো

একটা মেয়ে
বারে বারে ডেকে চলে
ঢেউয়ের সনে
পাল্লা করে
বাবা বাবা...

****

ভীতু কোথাকার

ঢেউ এসে পা ছুঁতে চায়
বালিতে শুষে যাক
পা-টা থাক
শুকনোই থাক

ঢেউ বলে ভীতু কোথাকার!

****

এখানে বৃষ্টি ঝরে

এখানে সেগুন ভেজে
কোথাও গরান
কোথাও শাল
এভাবে বৃষ্টি ঝরুক
ঝরে পড়ুক আগামীকাল।

****

স্মৃতিতে আমার

স্মৃতিতে আমার
কাথা মোড়ানো ঘুম
টিনের চালে বৃষ্টি...

দৃষ্টি
দৃষ্টি আমার শৈশব-কৈশোরে
অথচ আমি রেখার এপারে।

****

হাওরকন্যা

তার চুলগুলো ছিল যেন শ্রাবণের মাঝ হাওরের জলের মতো উত্তাল।
একদিন পূর্ণিমা রাতে মাছ শিকার করবো বলে বেরিয়ে পড়লাম...
পুরোল ভাই দূর থেকে বলে উঠলো
দাদা, গভীর জল। আমায় সাথে করে নাও। ঝড় নামতে পারে...
আমি না হয় সে ঝড়ে মিশে যাবো।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।