ঈদের দুটি ছড়া

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৯ জুন ২০২৩

আলাউদ্দিন হোসেন

রঙে-ঢঙে ঈদ

রং-বেরঙের নতুন জামা
খোকাখুকির গায়
রঙে-ঢঙে ঈদ আনন্দ
নতুন জুতা পায়।

রং-বেরঙের লুঙ্গি কামিজ
পাঞ্জাবি আর শাড়ি
হাসি-খুশি সারাবেলা
সকল নর-নারী।

কোলাকুলি কুশলাদি
হাসি-খুশি মনে
রঙে-ঢঙে ঈদ আনন্দ
দেহ হৃদয় কোণে।

****

ঈদ মানে

ঈদ মানে রঙিন পোশাক
মনে খুশির রং
রঙিন পোশাক পরিধানে
রং-বেরঙের ঢং।

ঈদ মানে কোলাকুলি
ঈদের নামাজ পড়া
প্রতিবেশী আত্মীয়তার
কুশলাদি করা।

ঈদ মানে সারাবেলা
হাসি-খুশি মন
সবাই মিলে আনন্দ-আড্ডা
এক হবার ক্ষণ।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।