ওয়ালিদ জামানের তিনটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৪ জুন ২০২৩

নীড় ছেড়ে শহরের এক কোণে

এমন শহুরে দহনের দিনে
মেঘ ভেসে যায় দূর আকাশের পানে
তোমাকে দেব তাই শীতলতা কিনে
বৃষ্টিতে ভিজে নিয়ো আজ আনমনে।

ফুলেরা এক হলো আকাশের সনে
ভিজে লুট যেন তারা মুহুর্মুহু ঘ্রাণে
তোমাকে বলি তাই নয়নে নয়নে
প্রজাপতি হয়ে ভেসো আজ পবনে।

রাজপথে হাহাকার বর্ষা কি জানে?
ভিজে হবে পারাপার বৃষ্টির স্নানে
তোমাকে পেয়ে যাবো ঠিক মনে মনে
পথিকের বেশে থেকো বৃষ্টির গানে।

নীড় ছেড়ে শহরের কোনো এক কোণে
খুঁজে নেবো তোমাকে টঙের দোকানে
কাকভেজা হয়ে যাবো আমি সেখানে
ধোঁয়া ওঠা চায়ে ডুব দেবো দুজনে।

****

বৃষ্টি দেব কিনে

আসবে নাকি বারান্দাতে
এমন মেঘের দিনে
দেখা হবে তোমার সাথে
বৃষ্টি দেব কিনে!

হাত রাখবো তোমার হাতে
কথা দু’চোখ পানে
ভেসে যাবো মেঘমেলাতে
ভালোবাসার গানে।

শ্রাবণ মেঘের স্নাত রাতে
জোনাক জ্বলা বনে
অজানায় হারিয়ে যেতে
আঁধার দেবো এনে।

চলবে নাকি এমন পথে
যাবে আমার সনে
আমিও চাই তোমায় পেতে
ইচ্ছে জাগে মনে।

****

তুমি আমার অতীত হওয়া প্রিয়

ভালোবাসা নিয়ো
জানি লাগবে না
হয়তো আছো ভালো
তুমি আমার অতীত হওয়া প্রিয়।

বৃষ্টি হলে হাত বাড়িয়ো
জানি ধরবে না
বর্ষা চলে গেল
তুমি আমার অতীত হওয়া প্রিয়।

উষ্ণ রোদে চুল শুকিয়ো
জানি করবে না
দেখবে না গোধূলির আলো
তুমি আমার অতীত হওয়া প্রিয়।

বুকের মাঝে মুখ লুকিয়ো
জানি পারবে না
তোমার কি যে মনভুলো
তুমি আমার অতীত হওয়া প্রিয়।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।