ওয়ালিদ জামানের দুটি কবিতা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৮ জুন ২০২৩

ফুরিয়ে যাওয়া শহর

ফুরিয়ে যাওয়া শহর থেকে বলছি শোন
পথের পাশে কৃষ্ণচূড়া চোখ ধাঁধানো
তাই তো বুঝি গাইলো মন, হলো আত্মহারা

হারিয়ে যাওয়া শহর থেকে বলছি শোন
দৃষ্টি কাড়ে এই সোনালু, মন ভরানো
তাই তো বুঝি খুব একাকী তোমায় ছাড়া।

দাঁড়িয়ে যাওয়া শহর থেকে বলছি শোন
বারান্দাতে অপরাজিতা, খুব ছড়ানো
তাই তো বুঝি কত স্মৃতি মনে দিলো নাড়া।

ফিরিয়ে দেওয়া শহর থেকে বলছি শোন
দেওয়ালজুড়ে বাগান বিলাস, খুব মোড়ানো
তাই তো বুঝি শত দুঃখ আপন করা।

রাঙিয়ে দেওয়া শহর থেকে বলছি শোন
দুচোখজুড়ে জারুল যেন, ঠাঁয় দাঁড়ানো
তাই তো বুঝি আনন্দ আজ দিশেহারা।

জড়িয়ে মায়ার শহর থেকে বলছি শোন
কেমন যেন কাঠগোলাপে মন হারানো
তাই তো বুঝি কবির কথায় ফুল-বৃক্ষে ভরা।

****

কৃষ্ণচূড়ার কথা বলা দিন

ঠিক তাই আজ কৃষ্ণচূড়ার কথা বলা দিন
তীব্র রোদে তোমার ছায়ায় পথ মাড়িয়ে
নতুন করে লালের মাঝে যাই হারিয়ে
রাস্তার পাশে প্রেমিক যুগল ঠাঁয় দাঁড়িয়ে।

ঠিক তাই আজ কৃষ্ণচূড়ার কথা বলা দিন
দৃষ্টি রেখে লেন্সটাতে ঠিক হাত বাড়িয়ে
পড়লো বুঝি ক্লিক, একশ ছাড়িয়ে
এমন ছবির স্মৃতি যাবে মন নাড়িয়ে।

ঠিক তাই আজ কৃষ্ণচূড়ার কথা বলা দিন
মেঘের দেওয়া ঠান্ডা হাওয়ায় মন দুলিয়ে
ক্লান্ত পথিক নেয় বিরতি সব ভুলিয়ে
চলবে সে তো অচিন পথে বুক ফুলিয়ে।

ঠিক তাই আজ কৃষ্ণচূড়ার কথা বলা দিন
পিচ ঢালা পথগুলোতে বাইক চালিয়ে
বৃষ্টিভেজা হাওয়ার সাথে ঢেউ খেলিয়ে
সিক্ত হওয়ার স্নিগ্ধ পরশ যায় বুলিয়ে।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।