ফেরদৌস জান্নাতুলের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৭ মে ২০২৩

মঞ্চ

কাজল গলে গেলো,
অতঃপর চোখটি ফাঁকা হলে দৃষ্টি মঞ্চ পেলো।

বিজ্ঞাপন

কাচরঙা বদ্ধ ঠোঁট দুটি কথা হারালে
আমাদের কণ্ঠকুটুম গুটি পায়ে অবরোধে এলো।

ঘন বিজলীর রাত
বেসুরো ব্যাঙ ডাকা খোলা মাঠ
বৃষ্টির লাগামহীন দৃষ্টি অবরোধ তাঁবুতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

খেয়াল

আদি মগজ আমার
যা একটি স্যুটকেসে ভরে
পৌঁছে দিয়েছিল বসন্ত বাতাস
সে বাতাসেই আমার বাস।
নাভিমুখের কাছাকাছি যে আঁতুড়ঘর
তার পাশেই পরেছিল আম্রমুকুল
সে মুকুল পরিণত ফল হলে
প্লাবিত হয় পূর্ণ জ্যোৎস্না
যে জ্যোৎস্নালোকে জাবর কাটে চঞ্চলতা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।