আম কুড়ানো এবং অন্য ছড়া
আলাউদ্দিন হোসেন
আম কুড়ানো
কে কে যাবি আম কুড়াতে
আমার সাথে আয়
দূর আকাশে মেঘ ডাকছে
ঝড় আসবে গাঁয়।
গাঁয়ের পথে আমের বাগান
আমরা সেথায় যাবো
তাড়াতাড়ি আয় রে তোরা
পাকা আম খাবো।
সবাই মিলে আম কুড়ানো
ভরে যাবে মন
আম কুড়িয়ে ভাগাভাগি
হবে জনে জন।
****
গ্রীষ্মকাল
গাছে গাছে ফল পেকে
হয়ে আছে লাল
ফলের ঘ্রাণে মন ভরে
এখন গ্রীষ্মকাল।
মাঠ-প্রান্তর ছেয়ে গেছে
সোনা রঙের ধানে
কৃষাণ-কৃষাণী আত্মহারা
জ্যৈষ্ঠ মধুর ঘ্রাণে।
প্রকৃতিজুড়ে প্রচণ্ড খরা
সূর্যে অনেক তাপ
গরম পোহাতে ছেলেমেয়েরা
গাঙে পাড়ছে ঝাঁপ।
****
ফলের ঋতু
গ্রীষ্মকালে বাংলায় আসে
আমের সাথে জাম
ধানের গন্ধে মাঠ-প্রান্তর
কৃষক ঝরায় ঘাম।
বাঙ্গি আসে লিচু আসে
তরমুজেতে জল
জাতীয় ফল কাঁঠাল আসে
আসে নানা ফল।
আনারসের মিষ্টি রসে
জুড়ায় দেহ-প্রাণ
চারিদিকে ছড়িয়ে পড়ে
মিষ্টি আমের ঘ্রাণ।
এসইউ/জেআইএম/জিকেএস