মাকে নিয়ে পাঁচটি কবিতা

মাঈন উদ্দিন আহমেদ
মাঈন উদ্দিন আহমেদ মাঈন উদ্দিন আহমেদ , কবি ও কথাশিল্পী
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৪ মে ২০২৩

১.
মায়ের সঙ্গে ফোনে কথা হলে
খালি জিজ্ঞেস করেন—
‘আবার ছুটি পাবি কবে?
ছুটি পাইলে আহিস!’
আমি কিছুই না বলে—
তাকিয়ে থাকি ক্যালেন্ডারের দিকে।
হিসেব করতে থাকি—
আমার আর মায়ের মধ্যে
দূরত্ব আর কত দিনের!

২.
বাড়ি ছেড়ে চলে যাবো।
এ কথা ভাবতেই—
নিঃশব্দে ঝরে পড়ে সমস্ত সাদা নিম ফুল!
তখন—
বাড়ির উঠোনজুড়ে
এক গাঢ় বিমর্ষতা।
আমার মা!

৩.
চলে যেতে যেতে, শুনি—
ফেলে আসা পথ তুলছে কোরাস—
‘যেও না!’
আর খানিকটা দূরে
একটা মেহগনি গাছ ধরে
চুপচাপ দাঁড়িয়ে আছেন মা।
যার চোখের নিচে কাঁপে—
পৃথিবীর সমস্ত ছায়া!

৪.
দুপুরে মাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি খাইছো মা?’
মা বললেন, ‘নারেহ আমি তো আজ রোজা।’
কীসের রোজা জানতে চাইলাম কিন্তু বলতে চাইলেন না।
আরও দুবার জিজ্ঞেস করায় বললেন, ‘তোর জন্য।’
তখন আমি আর কিছুই বলতে পারিনি।
মায়ের মুখে তাকিয়ে একদম চুপ হয়ে গেছি।
যেমন সন্তান চুপ থাকে তার মায়ের বুকে।

৫.
মায়ের আমার মন ভালো নেই
মন ভালো নেই আমারও,
মন খারাপের শিল্প মানেই
আঁধার চেয়ে ঢের গাঢ়।

মায়ের আমার পরাণ কাঁদে
আমিও কাঁদি আড়ালে,
কী বা এমন ক্ষতি হতো
দোষ ভুলে হাত বাড়ালে!

মায়ের আমার মুখ ভারী খুব
আমার মুখেও এক রেখা,
এক জীবনে আর কত কী
রইলো বাকি যে শেখা!

মায়ের আমার দোষ ছিল যা
দোষ ছিল যা আমাদের,
করজোড়ে আসছি আবার
চাইছি আমরা ক্ষমা ফের।

এসইউ/জেএমআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।