আজহার মাহমুদের তিনটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৩ মে ২০২৩

দুঃখ

দুঃখ আমায় ভালোবেসেছে
করে নিয়েছে আপন।
দুঃখ নিয়েই করছি বাস
করছি জীবন-যাপন।

দুঃখ আমার একান্ত সঙ্গী
দুঃখ আমার প্রিয়।
আমায় কেউ উপহার দিলে
শুধু দুঃখটুকুই দিয়ো।

****

যন্ত্রণা

সিগারেটের ধোঁয়ায় কাটছে রাত
অশ্রু ঝরছে দু’চোখে,
দুঃখরা আজ জেগে উঠেছে
যন্ত্রণা লাগছে বুকে।

বুকের ব্যথায় কাতর আমি
অশ্রুতেই পাই শান্তি,
সিগারেটের ধোঁয়া উড়িয়ে
মেটাতে হয় যন্ত্রণার ক্লান্তি।

****

বাঁশি

এক পলক দেখবো বলে
তোমার গ্রামে আসি,
নিয়ম করে তোমার জন্য
বাজিয়ে যাই বাঁশি।

আমার বাঁশির সুর শুনে
মানুষ জমে যায় গঞ্জে,
তোমায় তবু আনতে পরিনি
আমার মনের কুঞ্জে।

বাঁশি শুনে সবার মতো
তুমিও যাও চলে,
প্রতিবারই ফিরে আসি
মনের কথা না বলে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।