ভালো থেকো চারুলতা এবং অন্য কবিতা

সাজেদুর আবেদীন শান্ত
সাজেদুর আবেদীন শান্ত সাজেদুর আবেদীন শান্ত , ফিচার লেখক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৮ এপ্রিল ২০২৩

ভালো থেকো চারুলতা

তোমার চুলের গন্ধ ভুলতে চাই
ভুলতে চাই তোমার হাসি।
তোমার গ্রীবায় মুখ লুকিয়ে
বলবো না আর ‘ভালোবাসি’।

****

একা

আজ আমি একা
কথা বলো চাঁদ
কথা বলো তারা

ভালো নেই আমি
পাশে ছিলো যারা
অবেলায় চলে গেছে
রেখে গেলো একা

আমাকে ভালোবেসো পাখি
শূন্যে ওরা মেঘ
উত্তুরে বাতাস
চলে গেছে সবাই
রেখে শুধু একা।

****

হেঁয়ালি

তুমি চলে গেলে যে পথে—
সে পথ মনে রাখলো দুর্বা ঘাস,
নাটাই-ঘুড়ি অন্যের হোক
পুরোটাই তো আমার আকাশ!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।