চৈত্রের প্রথম দিনে

এ কে সরকার শাওন
এ কে সরকার শাওন এ কে সরকার শাওন , কবি
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৮ এপ্রিল ২০২৩

নাই প্রিয়জন বন্ধু-স্বজন
যে যার পথে সুদূরে!
জগলু বুড়া বড্ড মনমরা
বাড়িতে আছে আঁকড়ে!

শূন্যপুরে অলস দুপুরে
চার দেয়ালে আবদ্ধ!
নিঃশ্বাস-প্রশ্বাসের শব্দে বোঝে
জীবনটা হয়নি স্তব্ধ!

ঝিরঝির বাতাস প্রকৃতি উদাস
আকাশটা মেঘে ঢাকা!
পৃথিবীর সাথে মনটাও মলিন
জীবনটা যেন ফাঁকা!

চেয়ারে হেলে পা টেবিলে
বারান্দায় বসি আরামে;
উদোম গা ছেড়ে চোখ বুঝে
এক চিলতে আয়েশী ঘুমে!

পিনপতন নিঃশব্দে শোনে
নানান পাখির কলতান!
অবাক বিস্ময়ে কান পেতে
শোনে কোকিলের গান!

চোখ খুলে মাথা তুলে
দেখে ফুলদল হাসে!
ভ্রমর-মৌমাছি ওড়ে নাচি নাচি
প্রজাপতি ওড়ে উল্লাসে!

হঠাৎ বৃষ্টি কী মিষ্টি
চৈত্রের প্রথম দুপুরে!
টিনের চালে নূপুর পায়ে
শত পরী নাচে আহারে!

গ্রিলের ফাঁকে হাত বাড়িয়ে
লভে বৃষ্টির পরশ!
তনুমন চাঙা মন বাঁধভাঙা
বৃষ্টিতে ভিজে সরস!

বাহিরে এসে আকাশে দেখে
মেঘমুক্ত অখণ্ড নীল!
ভেজা ঘাসে শত সূর্য হাসে
পুর্তলিকায় ঝিলমিল!

একাকী তো হয়েছে কী
পৃথিবী জীবন তো সুন্দর!
সব ভুলে প্রাণ খুলে
মেশাতে পারলে অন্তর!

বৃষ্টিস্নাত চৈত্রের দিনে
শত স্মৃতির সাক্ষাৎ!
মনে শত ভাব জন্মে
মরেও যায় তৎক্ষণাৎ!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।