রাইসুল এইচ চৌধুরীর কবিতা: আধখানা বিকেল

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৬ এপ্রিল ২০২৩

আধখানা বিকেল

হেঁটে হেঁটে পৌঁছে গেছি;
জীবন গোধূলিতে
শত বাধা উপেক্ষা করে,
দিন-রাত একাকার করে,
শীতের জবুথবু সকাল-বিকেল
বর্ষার কদম ফুল
চৈত্রের তালের আঁটি
বশিয়ার খালের দুরন্ত সাঁতার
হরিয়ান বিলের শাপলা-শালুক
সব কিছু পেরিয়ে পৌঁছে গেছি প্রান্তরেখায়।

শৈশবের সেই স্মৃতিময় সকাল-দুপুর-রাত পেরিয়ে
যৌবনের নিভু নিভু বিকেল আজ অস্তাচলে
জীবনের জল শুকিয়ে গেছে
মরা নদীর বাঁকে;
হৃদয় হয়েছে আজ নিঃসঙ্গ চিল
কাঁটা ঘুড়ি হয়ে আর কতো ওড়াউড়ি করি তোমার আকাশে?
ভুখা চোখের নিদারুণ অব্যক্ত ক্ষুধা
এই গ্যালাক্সির অন্তরালে যোজন যোজন মাইল হেঁটেও পারিনি কমাতে।
শুধু ক্লান্ত পথিক হয়ে পথের দিশা অজানাই রয়ে গেছে আজীবন!

জীবনের হিসেব-নিকেষ কষেছি শুধু নিক্তির ওজনে
পাওয়া আর না পাওয়ার মাঝে গোচেনি ব্যবধান কোনো কালে!
থেকে গেছে শুধু শূন্যস্থান বুকের জমিনে
বিশ্বাস ভেঙে-ভেঙে হয়েছে যে ক্ষতের পাহাড়
শরীর আর এখন, বইতে পারে না তার ভার
কতবার বাঁধা যায় বাসা বিশ্বাসের খড়কুঁটো দিয়ে;
এ জীবন সাম্পানে-
ঝড়ের রাতে ছিঁড়েছে যে পাল
নিমিষের আহ্লাদে-
বউলাগোটায়ও তা আর লাগে না জোড়া এই আধখানা বিকেলে।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।