অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার পেলেন দন্ত্যস রওশন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০২২ পেলেন লেখক দন্ত্যস রওশন। ১৭ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম একাডেমির আয়োজনে ঢাকায় চট্টগ্রাম সমিতির ভবনে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক
এবং একুশে পদকপ্রাপ্ত ভাষাবিদ অধ্যাপক ড. মনিরুজ্জামান।

আরও পড়ুন: সাহিত্য পুরস্কার ও গ্রন্থ স্মারক পেলেন ১৭ জন

দন্ত্যস রওশনকে স্বপ্ন’৭১ থেকে প্রকাশিত ‘নোটুর একটি রাইফেল’ বইয়ের জন্য এ পুরস্কার দেওয়া হয়। বইটির প্রকাশক আবু সাঈদ সুরুজ। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি।

একই সঙ্গে পুরস্কার পেয়েছেন কবি চন্দ্রশিলা ছন্দা। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বাংলা একাডেমি ও শিশু একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।