তাহমিনা শিল্পীর গুচ্ছ কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩

জীবনের দায় নেভাই

এক.
কাঠকয়লার হাহাকার চোখের পাতা স্পর্শ করলে,
হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হতে হতেও বেঁচে থাকি।
অতঃপর, বুকে ও পেটে পাথর বেঁধে,
জীবনের দায় নেভাই।

দুই.
নিশ্বাসে আমার বারুদ আছে
নইলে তুমি জ্বলবে কেন!
এই বারুদই বৃষ্টিভেজা শীতলদিনে
রাখবে তোমায় প্রেমের ওমে।

তিন.
তুমি তানপুরাতে গান বাঁধো,
আমি গাঁথি বেলি ফুলের মালা
বাতাসে ভেসে খবর এসেছে
অশ্রুমতী মেঘ কাঁদছে সারাবেলা।

চার.
আমি কাঁদা-মাটির কন্যা,
বাঁচি শহুরে নিশ্বাসে!

পাঁচ.
দুঃখ কিনি, জলের দামে!
মজুদ করি, সঙ্গোপনে,
গহীন বুকের গোলাঘরে।

ছয়.
কতটা দূরে সরে গেলে
ছায়া নিভে যায়?
ছায়া নিভে গেলে বুঝি
মায়াটুকু উড়ে যায়?

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।