সাহিত্য পুরস্কার ও গ্রন্থ স্মারক পেলেন ১৭ জন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ৮ জন কবি-লেখককে দেওয়া হলো ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২১’। সেইসঙ্গে ‘এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা মরহুম ছায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক’ দেওয়া হয় ৯ গুণীজনকে।

সোনার বাংলা সাহিত্য পরিষদের আয়োজনে গত ২৭ জানুয়ারি জাঁকজমকভাবে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা, কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীর, ওয়েবম্যাগ কাব্যশীলনের সম্পাদক কবি ফারুক মাহমুদ এ পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন: ১৫ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২

এ সময় উপস্থিত ছিলেন কবি ও চলচ্চিত্র নির্মাতা ড. মাসুদ পথিক, সংগঠনের প্রতিষ্ঠাতা ফখরুল হাসান, প্রেসিডিয়াম সভাপতি ইঞ্জিনিয়ার তারেক হাসান ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি হোসনে আরা জেমী।

award

সাহিত্যে বিশেষ অবদানের জন্য শিশুসাহিত্যিক মাহমুদউল্লাহ, কবি মিনার মনসুর, কথাসাহিত্যিক দীলতাজ রহমান পেয়েছেন বিশেষ সম্মাননা। এসবিএসপি সাহিত্য পুরস্কার পেয়েছেন গল্পকার ইলিয়াস ফারুকী, প্রাবন্ধিক মামুন রশীদ, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম ও কবি খান মুহাম্মদ রুমেল।

এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা মরহুম ছায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক পেয়েছেন কবি ও গল্পকার সালমা সুলতানা, কবি শব্দনীল, গল্পকার শফিক নহোর, সমাজসেবক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, কবি আহমেদ ইউসুফ, লেখক রফিক মজিদ, রম্য গল্পকার মেহবুবা হক, শিশুসাহিত্যিক মিজানুর রহমান মিথুন, সংগঠক লেখক ও আবৃত্তিশিল্পী সাফিয়া খন্দকার রেখা।

আরও পড়ুন: ৩ জন পাচ্ছেন আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার

সংগঠনটি গত ছয় বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। তারা প্রতি বছর সম্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ দিয়ে আসছে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।