আহমাদ আলীর দুটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

বঙ্গবন্ধুকে আমি দেখেছি

বঙ্গবন্ধুকে আমি দেখেছি
রেসকোর্সের ময়দানে
বিশাল জনসমুদ্রে।

বঙ্গবন্ধুকে আমি দেখেছি
যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার
আহ্বান জানাতে।

বঙ্গবন্ধুকে আমি দেখেছি
মুক্তিযুদ্ধে স্বজনহারাদের
বেদনায় ভারাক্রান্ত হতে।

বঙ্গবন্ধুকে আমি দেখেছি
মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের
সম্মানের আসনে বসাতে।

বঙ্গবন্ধুকে আমি দেখেছি
দেশ-দেশের মানুষকে
কীভাবে ভালোবাসতে হয়।

বঙ্গবন্ধুকে আমি দেখেছি
ময়ূরপঙ্খী মঞ্চে ভাষণ দিতে
ইন্দিরা গান্ধীর সাথে।

বঙ্গবন্ধুকে আমি দেখেছি
রেসকোর্সের সেই জনসমুদ্রে
বয়স আমার সাত কি ছয়।

****

বীরের জাতি বাঙালি

ধুঁকে ধুঁকে মরতে শেখেনি বাঙালি
লড়াই করেছে টিকে থাকার
অন্যায় অবিচারের বিরুদ্ধে
বীরের জাতি বাঙালি।

বায়ান্নর ভাষা আন্দোলন
ছেষট্টির ছয় দফা
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
একাত্তরের স্বাধীনতা সংগ্রাম।

আরও আছে বহু অর্জন
নব্বইয়ে স্বৈরাচার হটানো
আর দুই হাজার বিশে
করোনার সাথে যুদ্ধজয়।

বাঙালি শুধু করেনি একটি কাজ
নিজের অস্তিত্ব বিকিয়ে দিয়ে
বিদেশি প্রভুত্ব বরণ করে
বশ্যতার স্বীকার।

বাঙালিকে শিখিয়েছেন কীভাবে
অধিকার আদায়ে লড়াই করে
বাঁচতে হয়, তিনি মহা-মহীয়ান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

লেখক: কবি ও সাংবাদিক।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।