মেহনাজ মীমের কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:০০ পিএম, ১১ ডিসেম্বর ২০২২

আপেক্ষিকতা

পৃথিবীর সবই আপেক্ষিক!
যার শুরু আছে,
কোথাও না কোথাও আছে তার শেষ;
তবুও সব ঘটনারই রয়ে যাবে
ভালো বা খারাপ মুহূর্ত,
রয়ে যাবে এক প্রখর রেশ।

এই যে কত চেনা মুখ,
সময়ের বিবর্তনে হারিয়ে যাবে একদিন সবই!
স্মৃতির পাতায় হয়ে যাবে সব,
অধরা কিছু ছবি।

থেমে যাবে পথ চলা,
মুছে যাবে সব স্মৃতি,
হিসাব সব থাকবে পড়ে,
অসমাপ্ত রবে জীবনের পরিমিতি।

প্রকৃতি চলবে আপন নিয়মে
একই থাকবে সব ধারা!
আমিই শুধু নিস্তব্ধ তখন
থাকবে না কোনো তাড়া!

সব থেমে গেলেও
কখনো থামবে না সময়
কালে কালে হতে থাকবে শুধু
অস্তিত্বের ক্ষয়!

কবি: দ্বাদশ শ্রেণি, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।