সুদীপ্ত শামীমের কবিতা: নিজেকে খুঁজে বেড়াই

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:২২ পিএম, ১৮ নভেম্বর ২০২২

অনেকের ভালোবাসা দেখলে নিজেকে দুঃখী মনে হয়
অনেকের আনন্দ দেখলে নিজেকে অপরাধী মনে হয়
জীবনের প্রতিটি মুহূর্ত শুধুই অবহেলায় গত করেছি
আজ দুঃখ কিংবা মন খারাপ হলে কোনো উত্তর খুঁজে পাই না
এ যে নিজের তৈরি বসতবাড়ি।

আজ যখন অনেক দূর পারি দিয়ে এসেছি
বুঝতে শিখেছি অবহেলা আর অযত্নে রাখা সময়ের ঘড়ির কথা,
জানি না কতটুকু শোধরাতে পেরেছি; তবে চেষ্টা করছি
আজ তাই অন্যের সুখ দেখলে নিজেকেও সুখী মনে হয়,
কারো দুঃখ দেখলে নিজের চোখের জল ঝরনার মতো ঝরে পড়ে
তবুও অসহায়;

শত চেষ্টায়ও এগিয়ে আসতে পারি না তাদের পাশে
এ যে বাস্তবতা, কথা বলে ধন থাকলেই ধনী হয় না আর
মন থাকলেই সব পাওয়া যায় না,
তবে পাশে এসে পিঠে বা মাথায় হাত বুলিয়ে
পাশে বসিয়ে দু’মুঠো ডাল ভাত দেওয়ার ক্ষমতা আছে
এতটুকুই পারি।

আগের মতো কারও ভালোবাসা দেখলে হিংসে হয় না
হয়তো তাই নিজের ভালোবাসা বিলিয়ে দিতে পারি
যখন পাশে বসিয়ে মাথায় হাতটি বুলিয়ে দেয় ৬৫ কিংবা ৭৫ বয়সী
কোনো ব্যক্তি; তখন মনটা কেন যেন কেঁদে ওঠে,
এ অশ্রুজল কাউকে হারানোর নয়—এ ভালোবাসার জল।

কবি: সাংগঠনিক সম্পাদক, সুন্দরগঞ্জ সাহিত্য সংসদ, গাইবান্ধা।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।