প্রত্যয় এবং সোনার নাটাই

মাঈন উদ্দিন আহমেদ
মাঈন উদ্দিন আহমেদ মাঈন উদ্দিন আহমেদ , কবি ও কথাশিল্পী
প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৯ নভেম্বর ২০২২

প্রত্যয়

সেইসব দিন টুকিটাকি ঋণ ভাঙা বুকে জমা রয়,
সব যেন আজ রঙচটা তাজ হাসিমুখে অক্ষয়।
সেইসব রাত ধরে দুই হাত সাদা রং লাগে গায়,
যদি থেকে যেত কী এমন হতো! ভাবা ঘোর অন্যায়।

সেইসব হাঁসি দেহ পোড়া চাষি দিনেরাতে খেটে যায়,
অবসরে এসে ভেবে মরে শেষে বিনিময়ে কী পায়!
সেইসব জেলে কিছু মাছ পেলে রঙিলা ঘুড়ি উড়ায়,
ঝড় ফিরে এলে পাল ছিঁড়ে গেলে ফের দিশে হারায়।

সেইসব মন করে উচাটন না পাওয়ার ব্যথায়,
ভয় কিছু নেই জয় আসবেই ছেঁড়া লাল খাতায়।
সেইসব লোক পরাজয় শোক ঠিক ঠিক ভুলে যায়,
বুকে নিয়ে বল দুই পায়ে চল ফের ঘুরে দাঁড়ায়।

****

সোনার নাটাই

দিনরাত খুব বেশি একাকী কাটাই,
ঘুড়িহীন দাম নাই সোনার নাটাই।
মনমরা পড়ে থাকে ছেঁড়া সুতা সব,
আকাশের দিকে চেয়ে মিছে কলরব।
বিশাল আকাশ যেন ভাবনার মাঠ,
তোমাকে ভাবা মানেই বেদনার পাঠ।
ভাবনার সব রং বেনামে উড়াই,
ঘুড়িহীন দাম নাই সোনার নাটাই।

বুকের অতল তলে খেলে যায় ঢেউ,
কার তরে অনুভূতি জানলো না কেউ।
অনুভূতি ঢাকা পড়ে মেঘের আড়াল,
নিজ মনে গান ধরে চেনা কবিয়াল।
চেনা সব গানে গানে তোমারই কথা,
তবু জানি এইসব ভীষণ অযথা।
অযথাই কবিতার আসর সাজাই,
ঘুড়িহীন দাম নাই সোনার নাটাই।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।