আনিস ফারদীনের ভালোবাসার অণুকাব্য

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৯ অক্টোবর ২০২২

১.
ইচ্ছে নদী বইছে ভীষণ
স্বচ্ছ নীলাভ জল;
তোমায় আমি রাখছি ধরে
হৃদয়ের অতল।

২.
তোমার চোখে চোখ রেখে
হতে পারি মাতাল—
প্রেমে হবে হৃদয় অবশ
তুচ্ছ আকাশ পাতাল।

৩.
হাওয়া হাওয়ায় রটে যাবে
মনে মনে গান—
ইচ্ছেখাতার স্নিগ্ধ জীবন
ভালোবাসায় প্রাণ।

৪.
সুতোর সাথে সুতো বাঁধি
আঙুলে আঙুল—
সকল ভুল ভেঙে ফেলে
গড়ে তুলি ফুল।

৫.
তুই বিহনে জীবন আমার
বড় যন্ত্রণাময়;
তুই বিহনে নিঃস্ব হই আমি
হয়ে যাই ক্ষয়।

৬.
আকাশ সাজে তারায়
বাগান ফুলে ফুলে
নিত্য আমি পিছু পড়ি
ভালোবাসার ভুলে।

৭.
পরিভ্রমণের পৃথিবীতে
ভালোবাসা মানেই গতি;
ভালোবাসা ব্যতিরেকে
বাকি সকল স্থিতি।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।