শরৎ নিয়ে আলাউদ্দিন হোসেনের দুটি ছড়া

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ৩০ আগস্ট ২০২২

রঙিন শরৎ

নদীর তীরে বিলের পাড়ে
কাশফুল হাসে
সাদা মেঘের খেয়া চলে
শাপলা সদা ভাসে।

রোদ-বৃষ্টির দারুণ খেলা
সাদা বকের সারি
স্নিগ্ধ কোমল রূপের মেলা
প্রজাপতির আড়ি।

ছাতিমতলা রঙিন হাওয়া
শিউলি বকুল ঘ্রাণ
বেলি কেয়া জুঁই পদ্ম
রঙিন শরৎ প্রাণ।

কাশবনে মনের সুখে
ফড়িং সোনা নাচে
আমলকি জগডুমুর
তাল পাকে গাছে।

****

শুভ্র হাসি

মাঠে-ঘাটে কাশফুল
হাসিমাখা রূপ
মনজুড়ানো দৃশ্য দেখে
প্রকৃতি যেন চুপ।

নদীর ধারে বিলের পাড়ে
শুভ্রমাখা হাসি
শরৎ সুরে ভেসে বেড়ায়
শুভ্র রাশি রাশি।

মেঘের সাথে পত্রমিতা
শরৎ বলে যায়
শুভ্রমাখা হাসির ছোঁয়া
সবুজ শ্যামল গাঁয়।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।