গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠের আসর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১১ আগস্ট ২০২২

গোপালগঞ্জে শোকবহ আগস্টে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। কাশবন সাহিত্য পত্রিকা এ আয়োজন করে।

১০ আগস্ট সন্ধ্যায় সরকারি বঙ্গবন্ধু কলেজের হল রুমে এ আসরে প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ।

এতে বক্তব্য রাখেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহ আলম, কবি রবীন্দ্রনাথ অধিকারী, কবি গাজী লতিফ, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না।

jagonews24

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ইতিহাস তুলে ধরেন কবি নির্মলেন্দু গুণ। সবশেষে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করা হয়।

কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে এ আসরে নির্মলেন্দু গুণের পরিবারের সদস্য, কবি, সাহিত্যক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।