২৪ দেশের ৫১ কবির কবিতা পাঠ
উদ্যান লিটল ম্যাগাজিন লাইভের ১০০তম পর্বে ২৪টি দেশের ৫১ জন কবি কবিতা পাঠ করেন। গত ৮ মে সন্ধ্যায় এ কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। কবি ও উপস্থাপক তৌফিক জহুর কবিদের স্বাগত জানান। অনুষ্ঠানটি ৭টি অধিবেশনে বিভক্ত হয়।
প্রথম অধিবেশনে ফরিদ আহমেদ দুলাল (বাংলাদেশ), আশরাফ আবুল ইয়াজিদ (মিশর), নারদিন স্যান্ডারসন (অস্ট্রেলিয়া), পার্থিতা দত্ত (পোল্যান্ড), ডা. শালিনী যাদব (ভারত), জেমস তিয়ান (চীন) এবং ভৌলা মেমু (গ্রিস) অংশগ্রহণ করে কবিতা পাঠ করেন।
দ্বিতীয় অধিবেশনে মাহমুদ কামাল (বাংলাদেশ), লুসিলিয়া তারাপাজ্জো (সুইজারল্যান্ড), ডা. মিল্টিয়াদিস এনটাভাস (গ্রিস), আন্তোনিস ফিলিপিওস (গ্রিস), মারিয়া দো সামেইরো বারোসো (পর্তুগাল), শিলা বিশ্বাস (ভারত), মারিয়া স্টারোস্তা (ইউক্রেন) এবং মামুন রশিদ (বাংলাদেশ) কবিতা পাঠ করেন।
তৃতীয় অধিবেশনে রেজাউদ্দিন স্টালিন (বাংলাদেশ), ইভা পেট্রোপোলো লিয়ানো (গ্রিস), ইসিলদা নুনেস (পর্তুগাল), আবদেল ফাত্তাহ আল আরাবি (তিউনিসিয়া), রামিনা হেরেরা (পেরু), নরমা পোয়েট (আর্জেন্টিনা), বেবি সাউ (ভারত) অংশ নেন।
চতুর্থ অধিবেশনে গোলাম কিবরিয়া পিনু (বাংলাদেশ), কুশল ভৌমিক (বাংলাদেশ), তৃষ্ণা বসাক (ভারত), স্বাশ্বতা গঙ্গোপাধ্যায় (ভারত), রোবেইন খ্রিস্টান (দক্ষিণ আফ্রিকা) কবিতা পাঠ করেন।
পঞ্চম অধিবেশনে শাহীন রেজা (বাংলাদেশ), সৌমিত বসু (ভারত), ক্যারোলিন স্ট্রানস্কি (যুক্তরাষ্ট্র), হারিন্দার চিমা (ভারত), তুর্কান এরগর (তুরস্ক), ইরিনা শুলগিনা (রাশিয়া), দিলফুজা ওবিডোভা (উজবেকিস্তান) এবং জোয়ান ক্রিসাকি (গ্রিস) কবিতা পাঠ করেন।
ষষ্ঠ অধিবেশনে কামরুল বাহার আরিফ (বাংলাদেশ), ইমেন মেলিতি (তিউনিসিয়া), অ্যানেট টারপলি (যুক্তরাষ্ট্র), মারিয়া অ্যামেলিয়া দিয়াজ (আর্জেন্টিনা), আইরিশ ডি রামা (ফিলিপাইন), আইনুর কিমারক্সানোভা (কাজাখস্তান) এবং সুমন ঘিমিরে (নেপাল) অংশগ্রহণ করেন।
শেষ অধিবেশনে মুহাম্মদ আবদুল বাতেন (বাংলাদেশ), ফাতিমা তামান্না (বাংলাদেশ), শান্তা মারিয়া (বাংলাদেশ), গীতা মোহান্তি (ভারত), ক্রিস্টিয়ান রোমেরো ডিয়াজ (চিলি), পিলার লোপেজ আমোরেলি (আর্জেন্টিনা) এবং ইয়ানিতা ইসমাইল (ইন্দোনেশিয়া) কবিতা পাঠ করেন।
সবশেষে তৌফিক জহুর (বাংলাদেশ) মূল্যবান রচনা পাঠ করেন। তিন ঘণ্টা ধরে চলা অনুষ্ঠানটি তিনি পরিচালনা করেন।
এসইউ/এমএস