আবুসালেহ সেকেন্দারের তৃতীয় বই

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৬ এপ্রিল ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও সামরিক ইতিহাস গবেষক মো. আবুসালেহ সেকেন্দারের তৃতীয় বই ইসলামচিন্তা পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ করেছে দিব্য প্রকাশ।

কলামিস্ট আবুসালেহ সেকেন্দার বই সম্পর্কে বলেন, ‘বইটি বাংলা ভাষায় রচিত ইসলাম বিষয়ক মৌলিক গ্রন্থের শূন্যতা অনেকাংশে পূরণ করবে। জনগুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মৌলিক চিন্তার ভ্রান্তবাদীদের দাবি খারিজ করে সহিহ বয়ান নির্মাণ বইয়ের অন্যতম বৈশিষ্ট্য।’

বইটি গবেষকদের রেফারেন্স বই হিসেবে বিবেচিত হবে। ধ্রুব এষের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা।

লেখকের ‘বাংলা কোচবিহার সামরিক ইতিহাস’ এবং ‘শরণার্থী সমাজ ও সংস্কৃতি’ বই দুটি পাঠক সমাদৃত হয়েছে। এমনকি গবেষকদের রেফারেন্স বই হিসেবে বিবেচিত হয়েছে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।